আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানের নানগাহার প্রদেশের জালালাবাদে সেনা সদস্য বহনকারী একটি বাসে বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হুয়েছেন আরও ২৭ জন। সোমবার (৭ অক্টোবর) পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নানগাহার প্রদেশের গভর্নর আতাউল্লাহ খোগ্যানি বলেন, রাস্তার পাশে একটি মোটরসাইকেলে বোমাটি রাখা হয়েছিল। বাস সেটিকে অতিক্রমের সময় এর বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বাসে থাকা শিশুসহ ১০ জন বেসামরিক লোক নিহত ও ২৭ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কতজন সামরিক সদস্য আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।’ তবে এখন পর্যন্ত এ হামলার দায় কোন আফগান তালেবান বা কোন সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।
নতুনসময়/আইকে