ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শীর্ষ সন্ত্রাসী জিসান যেভাবে গ্রেফতার হল দুবাইতে


৫ অক্টোবর ২০১৯ ০২:১৮

ফাইল ফটো

দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আমরা এনসিবি দুবাইয়ের সঙ্গে অনেকদিন আগে থেকে যোগাযোগ শুরু করেছিলাম। আমরা পাসপোর্ট ও ছবি পাঠিয়েছিলাম। দুবাই আমাদের জানালো তাকে আইডেন্টিফাই করা গেছে। কিন্তু তার নাম চেঞ্জ হয়েছে। সে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে আলী আকবর পরিচয়ে থাকতো সেখানে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দুবাই এনসিবির দীর্ঘ পর্যবেক্ষণ ও আমাদের দেয়া তথ্যে জিসানকে গ্রেপ্তার করা গেছে।
কবে নাগাদ জিসানকে দেশে আনা হতে পারে জানতে চাইলে মহিউল ইসলাম বলেন, এখন কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সেগুলো শেষ হলে শিগগিরই তাকে দেশে আনা যাবে।

পুলিশ সূত্র বলছে, জিসান ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি। বাংলাদেশে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের জন্য বছরখানেক আগে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ পুলিশ। জিসান দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে বসেই দেশের অপরাধ জগতের অনেক কিছু নিয়ন্ত্রণ করে আসছেন।

সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে দুই যুবলীগ নেতা জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটকের পর তার (জিসানের) নাম ফের নতুন করে আলোচনায় আসে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরে ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে শামীম ও খালেদকে হত্যা করতে লোক ভাড়া করেছিল জিসান।

নতুনসময়/এমেএম