ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আন্দোলনকারীদের আলোচনার আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর


৪ অক্টোবর ২০১৯ ২২:৪৭

ফাইল ছবি

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে, তা নিরসন এবং জীবনমান উন্নয়নের দাবিতে বাগদাদসহ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে সহিংস আন্দোলন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী। এর মধ্যে বৃহস্পতিবার একজন পুলিশসহ নিহত হয়েছেন ১২ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শহরে জারি করা হয়েছে কারফিউ। তবুও বিক্ষোভ থামানো যায়নি। এ অবস্থায় সরকার বিরোধী আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজনৈতিক সংকটের অবসান ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী।

খবরে আরো বলা হয়, আইনসঙ্গত দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

গত ১ সেপ্টেম্বর থেকে চাকরির সংকট, নিম্নমানের সরকারি সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের উপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে।

প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ।

নতুন সময়/এনকে