প্রধানমন্ত্রীর সাথে ডিনার করে আনন্দিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আজ রাত নয়া দিল্লিতে বাংলাদেশ ভবনে হাই কমিশন আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রথানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এই নৈশভোজে অংশ নেন।
নৈশভোজ শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ফেসবুক পেইজে দেয়া এক পোষ্টে তার এ প্রতিক্রিয়া জানান। নতুনসময়েরে পাঠকদের জন্য তার পোষ্ট হুবহু তুলে ধরা হল।
“আজ রাতে নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন আয়োজিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নৈশভোজে অংশ নিতে পেরে আনন্দিত।ভারত-বাংলাদেশ সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ত্রিপুরা যেহেতু বাংলাদেশকে ঘিরে রয়েছে সেজন্য ত্রিপুরা ও বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ আমার অনুরোধের পরে ম্যাডাম হাসিনা ঢাকা টু আগরতলা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আগ্রহও দেখিয়েছেন “
তিনি আরো লেখেন, “ম্যাডাম হাসিনা এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উভয়ই একটি ভাল বন্ধন এবং অর্থনৈতিক উন্নয়ন সহ উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে।”
নতুনসময়/আইকে