ভারতে দিল্লিতে ঢুকেছে ৪ জইশ জঙ্গি, সতর্কবার্তা গোয়েন্দাদের

ভারতের দিল্লিতে ঢুকে পড়েছে চার পাক জঙ্গি। চার জনই অস্ত্রধারী। এই মর্মে কেন্দ্রকে সতর্ক করল গোয়েন্দা বিভাগ। আর সতর্কবার্তা পাওয়ার পরই রাজধানী জুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক করা হয়েছে উত্তর-পূর্বের সমস্ত বিমানবন্দরকেও।
কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি শীর্ষ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে ইনপুট এসেছে, পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ১০-১২ জনের একটি দল জম্মু-কাশ্মীরের কোনও বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। বিভিন্ন সূত্রে জইশের এই মডিউলের খবর পাওয়ার পরই কেন্দ্রকে সতর্কবার্তা পাঠিয়েছেন খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।
দেশটির কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি শীর্ষ সূত্র জানায়, জইশ-ই-মোহাম্মদের দশ থেকে ১২ জনের একটি দল জম্মু ও কাশ্মীরের কোনও বিমান ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে খবর পেয়েছে তারা। এই খবর পাওয়ার পরই কেন্দ্রীয় সরকারকে সতর্কবার্তা দেয় তারা।
গোয়েন্দাদের মতে, দিল্লিতে ঢুকেছে জইশ-ই-মোহাম্মদের চার সক্রিয় সদস্য। এই খবর পাওয়ার পরপরই হাই অ্যালার্ট জারি করে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। চেকিং পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি সব যানবাহনের গতিবিধির ওপর কড়া নজরদারি রাখছে গোয়েন্দা ও পুলিশকর্মীরা। তবে জম্মু ও কাশ্মীরে এবং দিল্লিতে জঙ্গি ঢোকার খবরের মধ্যে যোগসূত্র আছে কিনা এখনও স্পষ্ট নয়।
শুধু দিল্লিই নয়, উরি-পাঠানকোটের মতো ঘটনার পুনরাবৃত্তি আটকাতে অমৃতসর ও পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিকেও সতর্ক করেছে কেন্দ্র। দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের (গোলাপি সতর্কতা) সতর্কবার্তা দেওয়া হয়েছে শ্রীনগর, জম্মু, অবন্তিপুর এবং হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতেও।
নতুনসময়/এসএম