চীনের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬

চীনের পূর্বাঞ্চলের জিয়ানসু প্র্দেশে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছে বলে জানা যায়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল বলে জানা যায়।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, বাসের চাকা পানচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসের বাম পাশের সামনের চাকাটি পানচার হয়ে গিয়েছিল।
দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে আবারও ওই সড়ক খুলে দেয়া হয়।
মূলত ট্রাফিক আইন ভালোভাবে মেনে না চলায় চীনে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০১৫ সালে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষ নিহত হয়। ট্রাফিক আইন অমান্য করার কারণেই দেশটিতে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটছে। যার ফলে প্রতি বছর বহু মানুষ প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে।