তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী ভূমিকম্প আঘাত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে। দেশটির ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্র জানায়, বৃহস্পতিবার মারমারা সাগরে উদ্ভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ইস্তাম্বুলে শক্তিশালী আঘাত হানে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা (এএফএডি) বিভাগ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩২ মিনিটে ভূমিকম্পটি ইস্তাম্বুলে আঘাত হানে। এর আগে গত মঙ্গলবার শিলিভ্রিতেও ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে এএফএডি জানিয়েছে।
১৮৯৪ সালে ইস্তাম্বুলে শেষ বারের মতো ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে মারা যায় ১৩৪৯ জন। প্রায় দেড় কোটি লোকের আবাস ইস্তাম্বুল শহরে প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ইস্তাম্বুলের শিলিভ্রি জেলা। ভূমিকম্পটি ১১দশমিক ৯ কিলোমিটার গভীরতায় এসেছিল।
তুরস্কের সর্বাধিক জনবহুল শহর ইস্তাম্বুল ছাড়াও আশেপাশের কয়েকটি শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
নতুনসময়/এসএম