ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বিকিনি পড়ে উত্তাপ ছড়ালেন বাঙালি অভিনেত্রী


২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৩

ফাইল ছবি

বিকিনি পড়ে উত্তাপ ছড়ালেন বলিউডের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। ‘দ্য কপিল শর্মা’ শো দিয়ে সবার নজরে আসেন এই অভিনেত্রী। এছাড়া বোল্ড হয়ে ফটোশ্যুটের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন সেনসেশন তিনি।

বিভিন্ন সময়ে নিজের ফটোশ্যুটের বিভিন্ন ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সুমনা। তবে এবার উত্তাপ ছড়িয়েছেন বিকিনি পড়া ছবি পোস্ট করে। থাইল্যান্ডে ঘুরতে যেয়ে সেখানের একটি ‘সি বিচে’ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি পড়ে ছবি পোস্ট করেন সুমনা। তবে এই ছবি পোস্ট করার পরেই ভয়ঙ্করভাবে ট্রোলড হন তিনি।

বিকিনি পড়া ছবি দেখে ভক্তরা তাকে শালীনতা রক্ষার কথা বলেন। এমনকি পুনম পাণ্ডের উদাহরণ দেন অনেকে। অনেকেই আবার বলেন, খুল্লাম খুল্লা নিজের শরীর দেখানোর জন্যই এমন সব পোশাক পরছেন অভিনেত্রী। আর তিনি যা করছেন, সেটা একেবারেই ভুল করছেন।

অভিনয় জগতে সুমনার আগমন অনেক আগে। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তিনি কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন আমির খান এবং মণীষা কৈরালা। এছাড়া একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন সুমনা। তাকে দেখা গেছে বরফি, কিক, ফির সে-এর মতো ছবিতে অভিনয় করতেও।