কে আপনি ? জানা যাবে ০.৩ সেকেন্ডেই

মানুষের পরিচয় (Human Recognition)-এর জন্য বেশির ভাগ কোম্পানি ফেস রিকগনিশন সঠিক বলে মনে করেন। কিন্তু এবার একটি চিনের স্টার্টআপ এমন একটি টেকনিক তৈরি করেছে যার সাহায্যে হাতের শিরা থেকেও পরিচয় করা যাবে মানুষের। Melux নামে একটি চিনের কোম্পানি দাবি করেছে যে Airwave টেকনোলোজি ফেস রিকগনিশনের থেকে লক্ষ ঘুন বেশি সঠিক।
কোম্পানি জানিয়েছে যে আমাদের মুখে 80-280 পয়েন্টস থাকে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্সেস করে পরিচয় বার করে। কিন্তু Airwave মাত্র 0.3 সেকেন্ডে হাতের মধ্যে থাকা লক্ষ মাইক্রো-ফিচার পয়েন্ট অ্যাক্সেস করতে পারে। আলট্রা- অ্যাকিউরেট অথেনটিকেশন আর রিয়ল টাইম অথেনটিকেশনের জন্য হাত স্বাইপ করলেই হবে। স্বাইপ করতেই আপনার হাতের মধ্যে থাকা শিরা স্ক্যান করে নেবে। কোম্পানি জানিয়েছে যে আমাদের মুখে 80-280 পয়েন্টস থাকে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্সেস করে পরিচয় বার করে। কিন্তু Airwave মাত্র 0.3 সেকেন্ডে হাতের মধ্যে থাকা লক্ষ মাইক্রো-ফিচার পয়েন্ট অ্যাক্সেস করতে পারে। আলট্রা- অ্যাকিউরেট অথেনটিকেশন আর রিয়ল টাইম অথেনটিকেশনের জন্য হাত স্বাইপ করলেই হবে। স্বাইপ করতেই আপনার হাতের মধ্যে থাকা শিরা স্ক্যান করে নেবে।
কোম্পানি জানিয়েছে যে আমাদের মুখে 80-280 পয়েন্টস থাকে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্সেস করে পরিচয় বার করে। কিন্তু Airwave মাত্র 0.3 সেকেন্ডে হাতের মধ্যে থাকা লক্ষ মাইক্রো-ফিচার পয়েন্ট অ্যাক্সেস করতে পারে। আলট্রা- অ্যাকিউরেট অথেনটিকেশন আর রিয়ল টাইম অথেনটিকেশনের জন্য হাত স্বাইপ করলেই হবে। স্বাইপ করতেই আপনার হাতের মধ্যে থাকা শিরা স্ক্যান করে নেবে।
Odditycentral-এ ছাপা রিপোর্ট অনুযায়ী কোম্পানির ফাউন্ডার বলেছেন যে আমাদের শরীরের প্রত্যেকটি শিরা আলাদা হয়। Airwave টেকনিক প্রত্যেক শিরাকে চিনতে শুধুমাত্র 0.3 সেকেন্ড সময় নেয়। চিনে গত একবছর ধরে এই টেকনোলোজির ট্রায়াল চলছিল আর এর বেশ বাল রেসপন্সো পাওয়া গিয়েছে, বলে জানিয়েছেন কোম্পানির ফাউন্ডার। Odditycentral-এ ছাপা রিপোর্ট অনুযায়ী কোম্পানির ফাউন্ডার বলেছেন যে আমাদের শরীরের প্রত্যেকটি শিরা আলাদা হয়। Airwave টেকনিক প্রত্যেক শিরাকে চিনতে শুধুমাত্র 0.3 সেকেন্ড সময় নেয়। চিনে গত একবছর ধরে এই টেকনোলোজির ট্রায়াল চলছিল আর এর বেশ বাল রেসপন্সো পাওয়া গিয়েছে, বলে জানিয়েছেন কোম্পানির ফাউন্ডার।
Odditycentral-এ ছাপা রিপোর্ট অনুযায়ী কোম্পানির ফাউন্ডার বলেছেন যে আমাদের শরীরের প্রত্যেকটি শিরা আলাদা হয়। Airwave টেকনিক প্রত্যেক শিরাকে চিনতে শুধুমাত্র 0.3 সেকেন্ড সময় নেয়। চিনে গত একবছর ধরে এই টেকনোলোজির ট্রায়াল চলছিল আর এর বেশ বাল রেসপন্সো পাওয়া গিয়েছে, বলে জানিয়েছেন কোম্পানির ফাউন্ডার।
এই মুহূর্তে চিনে বেশির ভাগ কাজ ক্যাশলেস আর ফেস রিকগনিশন টেকনোলোজির মাধ্যমে করা হয়ে থাকে। চিনের বেশির ভাগ যায়গায় মানুষের পরিচয় হয় ফেস রিকগনিশন, QR আর পাসওয়ার্ড সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে। Melux কোম্পানির দাবি করেছে যে এই সব বিষয়ে সাইবার সুরক্ষার উপরে প্রশ্ন উঠেছে কিন্তু Airwave এই সব থেকে অএঙ্ক সুরক্ষিত আর ভালো। এই মুহূর্তে চিনে বেশির ভাগ কাজ ক্যাশলেস আর ফেস রিকগনিশন টেকনোলোজির মাধ্যমে করা হয়ে থাকে। চিনের বেশির ভাগ যায়গায় মানুষের পরিচয় হয় ফেস রিকগনিশন, QR আর পাসওয়ার্ড সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে। Melux কোম্পানির দাবি করেছে যে এই সব বিষয়ে সাইবার সুরক্ষার উপরে প্রশ্ন উঠেছে কিন্তু Airwave এই সব থেকে অএঙ্ক সুরক্ষিত আর ভালো।
এই মুহূর্তে চিনে বেশির ভাগ কাজ ক্যাশলেস আর ফেস রিকগনিশন টেকনোলোজির মাধ্যমে করা হয়ে থাকে। চিনের বেশির ভাগ যায়গায় মানুষের পরিচয় হয় ফেস রিকগনিশন, QR আর পাসওয়ার্ড সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে। Melux কোম্পানির দাবি করেছে যে এই সব বিষয়ে সাইবার সুরক্ষার উপরে প্রশ্ন উঠেছে কিন্তু Airwave এই সব থেকে অএঙ্ক সুরক্ষিত আর ভালো।
নতুনসময়/এসএম