ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ ও গুলিতে নিহত ৩৫


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০২

ফাইল ফটো

আফগানিস্তানের এক বিয়ের অনুষ্ঠানে একাধিক বিস্ফোরণ এবং বন্দুকের গুলিতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার খাকসার এলাকার এ বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

তারা সোমবার জানান, এই গোপন আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণকারীদেরকে প্রশিক্ষণ দিত তালেবান। রোববার রাতে যে বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনা ঘটে, সেটির পাশেই অবস্থিত আস্তানাটি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, একটি সক্রিয় বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এদিনের অভিযান পরিচালিত হয়। এসময় তাদের অস্ত্রশস্ত্রের একটি বড় গুদাম ধ্বংস করা হয়।

মন্ত্রণালয়টির আরেক কর্মকর্তা জানান, এক বিদেশি জঙ্গি একটি সুইসাইড ভেস্টে (বিস্ফোরক দ্রব্যে সজ্জিত পোশাক) বিস্ফোরণ ঘটান। এতে তিনি এবং তার আশেপাশের অনেকেই নিহত হন।

তিনি বলেন, আমরা যে আস্তানায় হামলা চালাই, সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণকারী হতে আগ্রহী পুরুষ ও নারীদেরকে প্রশিক্ষণ দেয়া হতো। তবে আমরা বেসামরিক নাগরিকদের বিষয়ে সতর্ক ছিলাম।

তালেবান এক বিবৃতিতে জানায়, মুসা কালা জেলায় তাদের যোদ্ধাদের সঙ্গে আফগান সৈন্যদের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের সৈন্যদেরকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের সেনারা বিমান হামলা চালায়।

তালেবানের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আফগান বাহিনীর ১৮ সদস্য এবং একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানকারী কয়েকজন মানুষ নিহত হয়েছেন বলেও জানায় সংগঠনটি।

আফগান সরকারি বাহিনী পাশের এক গোপন জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় এই বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির হেলমান্দ প্রদেশের দুই সরকারি কর্মকর্তা।

নতুনসময়/এসএম