ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কারবালায় ভয়ংকর বোমা বিস্ফোরণে নিহত ১২


২২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২

নতুন সময়

শিয়া মুসলমান অধ্যুষিত ইরাকের পবিত্র শহর কারবালায় একটি বাসে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। করবালা শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, কারবালা শহরের উত্তর দিকের প্রবেশপথে মূল চেকপয়েন্টে একটি বাসে বোমা বিস্ফোরিত হয়। এতে ১২ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। হতাহতদের

সবাই বেসামরিক নাগরিক। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শুক্রবার এই বোমা হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে হাজির হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ইরাকের কারবালায় হামলার তেমন খবর পাওয়া যায়নি, যদিও ইসলামিক স্টেট গ্রুপের স্লিপার সেলের সদস্যরা দেশটির অন্যান্য স্থানে হামলা অব্যাহত রেখেছে।

নতুনসময়/এসএম