ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


মারণ রোগের প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব।


২১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২১

ফাইল ফটো

রহস্যময় মারণ রোগের হামলা, আগামী ২-৪ দিনেই মারা পরবেন কোটি কোটি মানুষ। মারণ রোগের প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। ভয়নাক খবর শোনাচ্ছে বিশ্বার অন্যতম স্বাস্থ্য সংস্থা The Global Preparedness Monitoring Board ৷ তাদের রিসার্চ অনুয়ানি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক মারণ রোগ হানা দিতে শুরু করেছে ৷

যা পরিস্থিতি তাতে আগামী দু থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছে যাবে৷ রোগটি স্প্যানিশ ফ্লু জাতীয় ৷ ১৯১৮ সালে একবার পৃথিবীতে দাপট দেখিয়েছিল এই রোগ ৷ যাতে চার-পাঁচদিনে মহামারির আকার নিয়েছিল এই রোগ ৷ এবারেও যা ইঙ্গিত ,তাতে আগামী কয়েকদিনে সারা বিশ্বে মহামারীর আকার নেবে এই নতুন ফ্লু ৷ পাশ্চাত্যের বিভিন্ন সংবাদ সংস্থা ইতিমধ্যেই অ্যালার্ট জারি করেছে ৷

কারণ এবারেও এই রোগে মৃতের সংখ্যা হবে কয়েক কোটি ৷যে কোনও ফ্লু ধরণের রোগে আক্রান্তের ইমিউনিটি কমে যায় ৷ শ্বেত রক্তকণিকা কমে যায় আর এই রোগের ক্ষেত্রে শ্বেতরক্তকণিকার পরিমাণ হঠাৎ বেড়ে যাবে যার জেরে পুরো শরীরের ব্যালান্স একেবারে বিগড়ে যাবে। ২০১৪-১৬ তে যেমন আফ্রিকায় ইবোলা মহামারীর আকার নিয়েছিল ঠিক তেমনিই এবারেও এই ফ্লু মহামারীর আকার নিতে চলেছে ৷

এই রোগকে এখন ডিজিস এক্স ,Disease X বলা হচ্ছে ৷উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ,মধ্যপ্রাচ্য , ভারত সহ পূর্ব এশিয়া সর্বত্রই কমবেশি এই রোগ বিস্তার লাভ শুরু করে দিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে ৷এই বছর শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছিল এবছরেই মহামারী হবে পৃথিবীতে কিন্তু তারপরেও তা আচাকানোর ব্যবস্থা উপযুক্ত ভাবে তৈরি নয় কোথাও ৷ আর এরই জেরে এবারের এই মহামারিতে ৫ থেকে ৮ কোটি লোকের মৃত্যু হবে পৃথিবীতে ৷