ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সৌদিতে ড্রোন হামলার পর জ্বালানি তেলের দাম বাড়ল


১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:০০

সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সৌদি আরবের পূর্বাঞ্চলে শনিবার ভোরে আরামকোর সবচেয়ে বড় তেল পরিশোধনাগার আবকায়িক ও খুরাইসে ড্রোন হামলা হয়। হামলার পরপরই দুটি কেন্দ্রে ভয়াবহ আগুন ধরে যায়। ওই দিনই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সৌদি কর্তৃপক্ষ।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানায়, দুই হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদনের পরিমাণ সাময়িক সময়ের জন্য দিনে ৫৭ লাখ ব্যারেল কমে গেছে। অর্থাৎ, বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

বিবিসি বলছে, হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। হামলার পর বিশ্ববাজারে প্রথম দিনের লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭১ দশমিক ৯৫ ডলারে।

আরামকো জানিয়েছে, তেলের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আরামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করে। হুতি বিদ্রোহীদের ভাষ্য, হামলার জন্য তারা ১০টি ড্রোন ব্যবহার করেছে।

নতুনসময়/আইকে