ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ক্ষিপ্ত ইমরান


১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৭

জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির ইস্যুতে ক্ষিপ্ত পাকিস্তান এবার পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিল।

শনিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাহলে তার ফল ভালো হবে না।’

তবে তার সঙ্গেই তিনি স্পষ্ট করেছেন, তিনি নিজে যেহেতু যুদ্ধের বিরুদ্ধে, সেহেতু পাকিস্তান কখনওই নিজে থেকে যুদ্ধ শুরু করবে না।
ইমরান বলেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, যখনই দুটো পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ করে, তখনই সম্ভাবনা থাকে সেটা পারমাণবিক যুদ্ধের দিকে গড়ানোর। ঈশ্বর না করুক যদি এমন অবস্থা হয় যে যুদ্ধে শেষ দুটো মাত্র বিকল্প আছে, হয় তুমি আমৃত্যু লড়াই কর অথবা আত্মসমর্পণ কর, তাহলে আমি জানি পাকিস্তান তার স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করবে, আর যখন কোনো পরমাণু শক্তিধর দেশ আমৃত্যু লড়ে তাহলে তার ফল ভালো হয় না।’

প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর ক্রমাগত ভারত সরকারের বিরুদ্ধে কথা বলে চলেছেন ইমরান। এমনকি শুক্রবারও একটি মিছিলে তিনি হুমকি দিয়েছেন, এই কারণে কাশ্মীরের মুসলিমরা আরও চরমপন্থা অবলম্বন করে ভারতের বিরোধিতা করছে।

নতুনসময়/আইকে