ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর তথ্য ফাঁস


৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৭

ছবি সংগৃহিত

বুধবার সকালে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারতীয় সেনারা। অনুপ্রবেশ করতে গিয়ে সেনার হাতে ধরা পড়ে দুই লস্কর জঙ্গি। এরা দুজনেই পাকিস্তানের বাসিন্দা বলে জেরায় স্বীকার করে নেয়। পাশাপাশি, এদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় গুরুত্বপূর্ণ তথ্য। বুধবার সকালে সেনার তরফে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪ এর একটি প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে ওই দুই জঙ্গি অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছে। এরই সাথে কাশ্মীরে বড়সড় হামলার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে তারা। বুধবার সকালে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে একযোগে এক সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা।

সেই সাংবাদিক বৈঠকে সেনা জানায়, লস্কর ই তইবার এই দুই জঙ্গিকে অগাষ্ট মাসের ২২ ও ২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই হামলার পরিকল্পনার কথা জানা যায়। পাকিস্তান কাশ্মীরে অশান্তি ছড়ানোর পিছনে রয়েছে বলেও জানায় সেনা।

শ্রীনগরে চিনার কর্পস কমাণ্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিঁলো এবং জম্মু কাশ্মীর পুলিশ প্রধান মুনির খাঁ যৌথ সাংবাদিক বৈঠক করেন এদিন। লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিঁলো জানান, কাশ্মীরে অশান্তি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। যত বেশি সংখ্যক পারছে অনুপ্রবেশকারী ভারতের সীমান্তে পাঠানো হচ্ছে।

ধৃত দুই জঙ্গির নাম প্রকাশ করে সেনা। খলিল আহমেদ ও মোজাম খোকার নামে ওই দুই জঙ্গি পাকিস্তানের নাগরিক সীমান্ত পেরিয়ে এরা বারামুল্লা সেক্টরে ঢোকার চেষ্টা করছিল বলে খবর।

সেনা জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় বারবার এরা পাকিস্তানের নাম উল্লেখ করেছে। মূলত ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানোর উদ্দেশ্যেই এরা কাশ্মীরে অনুপ্রবেশ করেছিল বলে মত সেনার।

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত শুক্র ও শনিবার জম্মু কাশ্মীর সফরে যান। সেখানে সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেন তিনি। পাকিস্তানের তরফ থেকে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন সেনাপ্রধান। তবে ভারতীয় সেনাও তৈরি রয়েছে বলে জানান তিনি।

সরকারি তথ্য বলছে, এই বছরে এখনও পর্যন্ত প্রায় ১৯০০ বার যুদ্ধবিরতি সংঘর্ষ ঘটানোর চেষ্টা করেছে পাকিস্তান। শুধু তাই নয় মাত্র পঁচিশ দিনের মধ্যে ২২২ টি যুদ্ধবিরতি সংঘর্ষ ঘটিয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা মুছে ফেলার পর থেকে।