কাশ্মীরে সাংবাদিকদের কাজ করতে নোটিশ

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। ওই নোটিশে আগামী সাতদিনের ভেতর নোটিশের জবাব দিতে হবে সেদেশের সরকারকে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট অঞ্চলটির বিশেষ সুবিধার ধারা ৩৭০ বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতে ‘বিশেষ অনুমতি’ ছাড়া সাংবাদিকদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে সাংবাদিকদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে উচ্চ আদালতে আবেদন করেন কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা বাসিন। প্রধান বিচারপতি রঞ্জন গাগৈর নেতৃত্বে শুনানি শেষে একটি বেঞ্চ কেন্দ্রকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এসময় অনুরাধার পক্ষে আইনজীবী ছিলেন বীরেন্দ্র গ্রোভার। তিনি আদালতকে বলেন, কাশ্মীরে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। পাওয়া যাচ্ছে না ইন্টারনেট সুবিধা।