ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


একসঙ্গে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে


২৮ আগস্ট ২০১৯ ০০:১৩

একসঙ্গে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক যুবক। ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হল বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতাও।

শুনতে কিছুটা অবাক লাগলেও ইন্দোনেশিয়ার ওই যুবক কিন্তু এমন কাজই করেছেন। একসঙ্গে দুই প্রেমিকাকেই তিনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন। দুই প্রেমিকার মধ্যে এ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কিনা তা বোঝা যায়নি। আর খুব সহজভাবেই এই ত্রিভুজ প্রেমের পরিণয় ঘটল।

স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে, কেন ওই ব্যক্তি তার দুজন প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন? এর উত্তর দিয়েছেন ওই যুবক নিজেই। তার দুই প্রেমিকার মধ্যে কোনো একজনও যেন দুঃখ পেয়ে চলে না যান, তার জন্য এক সঙ্গে দু'জনকেই বিয়ে করেছেন তিনি।

আজব এই বিয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই তা ভাইরাল হয়ে গেছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় বহু বিবাহ প্রচলিত। আইন অনুযায়ী, সেখানে একজন পুরুষের সর্বোচ্চ চারজন স্ত্রী থাকতে পারে।

তবে এই বিয়ের ক্ষেত্রে যুবক নিজেই জানিয়েছেন, কোনো একজন প্রেমিকাকে বিয়ে করলে অন্যজন দুঃখ পেত। আর এটা তিনি মেনে নিতে পারছিলেন না। কেউ যেন আঘাত না পান সেজন্য তিনি দু'জনকেই বিয়ে করে ফেলেছেন।