মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।সৌদি আরবে বসবাসরত এক প্রবাসী জানান, নিহত শ্রমিকরা মদিনার আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নকর্মী ছিলেন। রাতে কাজ শেষে সকালে বাসায় যাওয়ার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে বাংলাদেশি শ্রমিকরা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩) ও পাশের গ্রামের খালিয়ারচর গ্রামের মোকাররমের ছেলে উজ্জ্বল (২২) এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরম আলীর ছেলে রাসেল (২৪)। রাসেল তিন বছর ধরে সৌদি আরবে থাকতেন। শুক্রবার বিকেলে তাঁদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শুরু হয় শোক ।স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।