রাহুল গান্ধীকে কাশ্মীর যেতে দেওয়া হলো না

কাশ্মীর যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীসহ বিরোধী দলের নেতাদের। শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে ৮ বিরোধী দলের ১১ নেতাকে। তাদের দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে। অবশেষে আশঙ্কাই সত্যি হলো।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদন সূএে জানা গেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫-এর গো-এয়ার বিমানে দিল্লি ফেরত পাঠানো হয় রাহুল গান্ধী ও বিরোধী দলের নেতাদের। শনিবার দুপুর ১২টার দিকে ভিস্তারার বিমানে দিল্লি থেকে শ্রীনগর যান তারা। শ্রীনগর বিমানবন্দরে নামতেই বাধার মুখে পড়েন নেতারা। বিমানবন্দরে উপস্থিত থাকা প্রশাসনের কর্মকর্তারা বিরোধী নেতাদের আর এগোতে দেননি। এসময় বাধা দেওয়ার পাশাপাশি তাদের ফিরে যেতে অনুরোধ করা হয়।
এর আগে জম্মু-কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের ওপর চাপ বাড়াতে শ্রীনগরে যাওয়ার পরিকল্পনা করেন রাহুল গান্ধী। তার সঙ্গে সিপিএম-সিপিআই-তৃণমূল-ডিএমকে-আরজেডি-সহ আরও আট দলের নেতারা ছিলেন।