ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘২০৪৭ সালে ফের ভারত ভাগ হবে’


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১২

ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও ক্ষুদ্র, মাঝারি শিল্পোদ্যোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘২০৪৭ সালে ভারত আবার ভাগ হবে।

১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে বাগ হওয়া দেশটি ২০৪৭ সালে আবারও তার পুনরাবৃত্তি ঘটবে।’

তিনি আরো বলেছেন, ‘এই ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে দাঁড়িয়েছে। আর এটাই দেশভাগ হওয়ার জন্য বড় কারণ।’ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে টুইটারে গিরিরাজ সিং বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী শক্তির সংখ্যা সামষ্টিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী দিনে এই দেশের নাম ভারত নাও থাকতে পারে।’

এসএমএন