কাশ্মির ইস্যু অভ্যন্তরীণ বিষয়: ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পরেই বিশ্ব সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন বলেছেন, ‘এটি ভারতের আভ্যন্তরীণ পরিবর্তন। পাকিস্তান বিভ্রান্তি ছড়াচ্ছে। সন্ত্রাসে মদত দিচ্ছে। আমরা ধাপে ধাপে জম্মু কাশ্মীরের নিরাপত্তার কড়াকড়ি শিথিল করছি। ভারত সরকার জম্মু-কাশ্মীরে আর্থসামাজিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।’
এছাড়া ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ৩৭০ ধারা নিয়ে ভারতের জাতীয় অবস্থান যা ছিল সেটাই থাকবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানায় চীন।
শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে কাশ্মির পরিস্থিতিকে ‘ভয়াবহ ও বিপজ্জনক’ উল্লেখ করে চীন বলেছে, ভারত সরকারের এই একতরফা সিদ্ধান্ত ‘বৈধ নয়’। বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে চীন। এরপরই ভারতের তরফ থেকে কাশ্মীর নিয়ে এমন বক্তব্য দেয়া হয়।