ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গাজায় ইসরায়েল সেনার গুলিতে চার ফিলিস্তিনি নিহত


১০ আগস্ট ২০১৯ ২৩:১৯

গাজা সীমান্তে ইসরায়েল বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষ।

শনিবার সীমান্ত অতিক্রম করে ইসরায়েল সেনাদের ওপর হামলা করলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসরায়েল সেনাবাহিনী জানায়, নিহত ব্যক্তিরা রাইফেল, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং হ্যান্ড বোমা নিয়ে সজ্জিত ছিল। তারা সীমান্ত অতিক্রম করে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাদের দিকে ছুঁড়ে মারে। পরে সেনারা গাজা সীমান্তে ঢুকে গুলি করে তাদের হত্যা করেছে।

গাজা অঞ্চল ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাসের নিয়ন্ত্রণাধীনে। যারা তিন দশক ধরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। ইসরাইল ওই অঞ্চল থেকে ২০০৫ সালে সেনা প্রত্যাহার করে নিলেও অবরোধ অব্যাহত রেখেছে।