কাশ্মির পুনর্গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি

বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মিরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করতে আনা একটি বিলে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার কাশ্মির পুনর্গঠন আইন, ২০১৯ নামে এই বিলে স্বাক্ষর করেন তিনি। এর আগে গত সপ্তাহে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই এই বিল পাস হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আইন অনুযায়ী আগামী ৩১ অক্টোবর জম্মু কাশ্মির ও লাদাখ আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওইদিনটিতে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকী পালন করবে বিজেপি।
অতিরিক্ত সেনা মোতায়েন আর পর্যটকদের কাশ্মির ছাড়ার নির্দেশের পর গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে ওই অঞ্চলটির স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ওইদিনই রাজ্যসভায় বিলের প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই রাজ্যসভায় পাশ হয় এই বিল। বুধবার পাশ হয় লোকসভায়। আর শুক্রবার রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে আইনে পরিণত হলো ওই বিল।
এই আইন অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরে পুদুচেরির মতো আইনসভা থাকবে। তবে লাদাখ হবে চন্দ্রিগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের কোনও আইনসভা থাকবে না। দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে কেন্দ্রের অধীনে।