ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নতুন ভোরের অপেক্ষায় কাশ্মির : মোদি


৮ আগস্ট ২০১৯ ২২:০২

ছবি সংগৃহিত

জম্মু-কাশ্মির সংক্রান্ত নতুন আইন পাসকে সংসদীয় গণতন্ত্রের স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার কয়েকটি টুইটার পোস্টে তিনি দাবি করেছেন, জম্মু-কাশ্মির এবং লাদাখে এবার আরও উন্নয়ন হবে, সেখানকার যুব সম্প্রদায়ের কাছে অনেক সুযোগ খুলে যাবে। একইসঙ্গে লাদাখের মানুষকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন মোদি।

৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করে বিজেপি সরকার। পরদিন ৬ আগস্ট লোকসভায়ও পাস হয় বিলটি।

ঘটনার পর দেওয়া এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘বছরের পর বছর ধরে স্বার্থান্বেষী গোষ্ঠী আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে, কখনো জনগণের ক্ষমতায়ন নিয়ে ভাবেনি। জম্মু ও কাশ্মির এখন তাদের কবল থেকে মুক্ত। একটি নতুন ভোর, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে!’

মোদি আরও দাবি করেন, তার সরকার কাশ্মিরের বৌদ্ধ অধ্যুষিত এলাকা লাদাখকে ভারতের কেন্দ্রশাসিত এলাকা ঘোষণার জন্য সেখানকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জম্মু-কাশ্মির ও লাদাখের ভাই-বোনদের সাহসিকতা ও স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সক্ষমতার জন্য তাদেরকে আমি স্যালুট জানাই। লাদাখের জনগণকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি। এ সিদ্ধান্তটি অঞ্চলের সমৃদ্ধিকে জোরালো এবং উন্নয়নগত সুবিধাকে উন্নতর করবে।’