ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রেমে বাধা দেওয়ায় স্বামীর দোকানে সন্ত্রাসী দিয়ে হামলা করলো স্ত্রী


৮ আগস্ট ২০১৯ ০৩:২৪

স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে সন্ত্রাসী ভাড়া করে স্বামীর দোকানে ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

বুধবার পশ্চিমবঙ্গের যোধপুর গার্ডেনের রেস্টুরেন্ট এই ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রেস্টুরেন্টের মালিক অর্ণব চট্টোপাধ্যায় জানান, তার স্ত্রী ও প্রেমিক টলিউডের সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অর্ণব। আর সেই রাগেই তার রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়।

তার অভিযোগ, কয়েকজন যুবক অস্ত্র হাতে রেস্টুরেন্টে ঢোকে। দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ম্যানেজার ও রেস্তোরাঁর অন্যান্য কর্মীদের মারধর করে। তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন অর্ণব চট্টোপাধ্যায়।