ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মায়ের কোলের ঘুমন্ত শিশুকে নিয়ে ধর্ষণের পর হত্যা


২ আগস্ট ২০১৯ ০৩:২১

মায়ের কোলে শুয়েছিল তিন বছরের শিশুকন্যা। সকালে মা জেগে উঠে দেখেন মেয়ে নেই। স্টেশন থেকে চার কিলোমিটার দূরে ঝোপের মধ্যে পাওয়া গেল শিশুটির ছিন্নভিন্ন দেহ। তার মাথাটি কেটে নিয়েছিল দুষ্কৃতিকারীরা। দেহটি রেখে দিয়েছিল প্ল্যাস্টিকের ব্যাগের ভিতরে। মাথাটি এখনও পাওয়া যায়নি। খুনীদের নৃশংসতা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে।


গত সপ্তাহে ভারতের ঝাড়খণ্ডের টাটানগর রেলওয়ে প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে।

সকালে মেয়ে পাশে নেই দেখে তার মা পুলিশে খবর দিয়েছিলেন। তিনি আগে থাকতেন পুরুলিয়ায়। নিজের স্বামীকে ছেড়ে অপর একটি লোকের সঙ্গে চলে এসেছিলেন টাটানগরে। ঐ নারী প্রথমে সন্দেহ করেন, সেই লোকটিই তার মেয়েকে অপহরণ করেছে। পুলিশ তার অভিযোগ শুনে লোকটিকে গ্রেফতার করে। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। সেই ফুটেজ দেখেই পুলিশ অপরাধীকে ধরতে পারে। তাকে জেরা করে আরও দুজন অপরাধীর সন্ধান পাওয়া যায়। তিনজনের বয়স ৩০-এর কোঠায়। তারা স্বীকার করেছে, শিশুটিকে ধর্ষণ করার পর গলা টিপে খুন করেছিল। পরে তার মাথাটি কেটে নেয়। মাথাটির সন্ধান পাওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কাজে লাগানো হচ্ছে। রেল পুলিশের কর্তা এহতেশাম ওয়াকোয়ারিব জানিয়েছেন, গত সপ্তাহে শিশুটিকে খুন করা হয়। খুনের আগে তার ওপরে অত্যাচার করা হয়েছিল। সেজন্য তার সারাদেহে রয়েছে ক্ষতচিহ্ন।