ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পাকিস্তানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ১৫


৩০ জুলাই ২০১৯ ১৯:৫৬

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি সামরিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিণ্ডির সেনা সদর দপ্তরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বিমানের ১০ জন বেসামরিক আরোহী এবং ৫ জন ক্রু এই দুর্ঘটনায় মারা গেছেন এবং আহত আরও ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।