ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫২

ব্রাজিলের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বি গ্রুপের মধ্যে পাঁচ ঘণ্টা ধরে চলা দাঙ্গায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার পারা প্রদেশের আলতামিরা কারাগারের একটি ব্লক থেকে প্রতিদ্বন্দ্বি গ্রুপের অপর একটি ব্লকে হামলা চালালে এই দাঙ্গা শুরু হয়।
এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন নিহত ১৬ জনের শিরচ্ছেদ করা হয়েছে। অপর এক খবরে বলা হয়েছে, কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হলে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অনেকে নিহত হয়। দাঙ্গার সময়ে কারাগারের দুই কর্মকর্তাকে জিম্মি করা হলেও পরে তারা মুক্তি পেয়েছে।
স্থানীয় সময় সকাল সাতটার সময়ে নাস্তা সরবরাহের সময় দাঙ্গা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। ব্রাজিলের সংবাদমাধ্যমে সম্প্রচারিত কারাগারটির ভিডিওতে অন্তত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। অপর এক ভিডিওতে বন্দিদের ছাদের ওপর দিয়ে হাঁটতে দেখা গেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম জি১ জানিয়েছে, আলতামিরা কারাগারের ধারণক্ষমতা ২০০ হলেও দাঙ্গার সময়ে সেখানে ৩১১ জন বন্দি ছিল। তবে দাঙ্গায় জড়িয়ে পড়া প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলোর নাম প্রকাশ করেনি দেশটির কর্মকর্তারা।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কারাবন্দির দেশ ব্রাজিল। প্রায় সাত লাখ মানুষ দেশটির বিভিন্ন কারাগারে বন্দি। অতিরিক্ত বন্দি রাখা ছাড়াও নানা সমস্যায় জর্জরিত দেশটির কারাগারগুলো। সেখানকার কারাগারে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে থাকে।
গত মে মাসে মানাউসের চারটি বিভিন্ন কারাগারে একই দিনে দাঙ্গায় ৪০ জন নিহত হয়।