ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শারীরিক সম্পর্ক করতে গিয়ে একে একে ধরা পড়লো ২৫ জন


২৯ জুলাই ২০১৯ ০৭:২৩

যুক্তরাষ্ট্রের সারাসোটার একটি বাড়িতে একজন একজন করে গিয়েছিলেন ২৫ জন লোক। তাদের সবার উদ্দেশ্য ছিল একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা। পরে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি ফ্লোরিডা পুলিশ। বরং পুলিশের পাতানো ফাঁদে একে একে ধরা পড়েন তারা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইল মেইলের খবরে বলা হয়েছে, গত শুক্রবার ‌অপারেশন ইন্টারসেপ্ট VI নামে এক অভিযানে ওই ২৫ জন পুরুষকে গ্রেপ্তার করে সারাসোটা কাউন্টি শেরিফের অফিসের একটি টিম। গ্রেপ্তারকৃতরা একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জ্যাকসনভিলের কাছে একটি বাড়িতে একজন একজন করে যাচ্ছিলেন।

ফুটেজে দেখা গেছে, শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে একজন হেঁটে হেঁটে একটি বাড়ির ভেতর যাচ্ছিলেন। কিন্তু দরজা খোলার পরই তার সেই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ তাকে আটক করে হাতকড়া পরায়। এভাবে একে একে ২৫ জন পুরুষকে হাতকড়া পরানো হয়।

এ প্রসঙ্গে সারাসোটা কাউন্টি শেরিফ টম নাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দুর্ভাগ্যক্রমে, ইন্টারনেট শিশুদের সহজে এবং বেনামে প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছে। এতে করে অপরাধীরা কম্পিউটারের পর্দার আড়ালে থেকে যাচ্ছে। আমাদের এই অপারেশনগুলো সর্বাধিক দুর্বল জনগোষ্ঠীকে নিরাপদ এবং তাদের সুরক্ষিত করার পক্ষে যথেষ্ট।

এ সময় আটক পুরুষদের জেলে দেওয়ারও প্রতিশ্রুতি দেন সারাসোটা কাউন্টি শেরিফ টম নাইট। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের ন্যূনতম পাঁচ বছর থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল। সেসময় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ২০১৩ সালের শেষের দিকে এক অভিযানে ১০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছিল।