ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিল দেখে চমকে উঠলেন ক্রেতা, দুই কলার দাম ৪৪২ টাকা!


২৯ জুলাই ২০১৯ ০২:৫৬

চোখ কপালে উঠার মতোই খবর বটে। মাত্র দুটি কলার দাম ৪৪২ টাকা। একটি হোটেলের বিলে এমনটাই উল্লেখ করা হয়েছে। যা দেখে চমকে গেছেন ক্রেতা। অভিযোগও করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বলিউড অভিনেতা রাহুল বোসের সঙ্গে। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে জানিয়েছেন যে চণ্ডীগড়ের এক পাঁচতারা হোটেলে রয়েছেন তিনি। দারুণ স্যুট। সেই স্যুটের ছবিও দেখালেন তিনি। খুব সুন্দর করে সাজানো। তবে বিপাকে পড়েছেন কলা অর্ডার করে। দুটো কলা দেওয়া হয়েছে। সঙ্গে বিল। যা দেখে একেবারে হতবাক তিনি। কলার দাম ৪৪২ টাকা।

বিলে লেখা আছে ফুড প্ল্যাটার। যার আসল দাম ৩৭৫ টাকা। আর ৩৩ টাকা করে দুটি জিএসটি। সব মিলিয়ে কলা দুটি যাকে বলে একেবারে মহামূল্যবান। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যার ফলে দ্রুতই ওই হোটেলের বিরুদ্ধে জিএসটি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চণ্ডীগড়ের শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ও ট্যাক্সেশন কমিশনার মনদীপ সিং ব্রার অবৈধভাবে জিএসটি নেওয়ার জন্য জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের বিরুদ্ধে তদন্ত করেন। দুটি কলার দাম কেন ৪৪২ টাকা নেওয়া হল, তা তদন্ত করে দেখা হয়।

তদন্ত শেষে শুল্ক ও কর বিভাগের তরফ থেকে ২৫০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে ওই হোটেলের জন্য। অবৈধভাবে কর নেওয়ার জন্য শাস্তিস্বরূপ এই জরিমানা ধার্য করা হয়েছে।

মনদীপ সিং ব্রার জানিয়েছেন, অভিনেতার পোস্ট করা ভিডিও দেখেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ফলে কীভাবে ওই হোটেল জিএসটি নিল, সেটা খতিয়ে দেখেছেন তারা। পাশাপাশি অন্য কোন কোন খাবারে এই হোটেল অবৈধভাবে জিএসটি নিচ্ছে, সেটাও তদন্ত করে দেখেছেন।