ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


গুলি করে বাবা-ভাইসহ ৪ জনকে হত্যা করলো যুবক


২৭ জুলাই ২০১৯ ০৫:৪৭

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এলাপাথাড়ি গুলি করে বাবা ও ভাইসহ কমপক্ষে চারজনকে হত্যা করেছে এক বন্দুকধারী যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাৎক্ষণিকভাবে এই বন্দুক হামলার কারণ জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

পুলিশ জানিয়েছে, ক্যানোগা পার্কের নিজ বাসায় স্থানীয় সময় বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে নিজের বাবা-মা ও ভাইকে গুলি করেন গেরি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক। এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার মা।

এর ঘণ্টাখানেক পর নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী ও একজন পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গেরি। আহতাবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন ওই নারী নিহত হন। নিহত নারীকে গেরি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ।

এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা করেন গেরি। এরপর একটি বাসে গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। পরে বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ সামান্য ধস্তাধস্তির পর হামলাকারী গেরি জারাগোজাকে আটক করতে সমর্থ হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়।

এদিকে এই হামলার ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন শহরের মেয়র এরিক গারসিটি। তিনি বলেন, আমরা ওই চারজনের নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে মর্মাহত। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।


নতুনসময়/এমএন