চোখের সামনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকাকে গণধর্ষণের শিকার হতে দেখে আত্মহত্যা করল ২১ বছরের এক তরুণ৷ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের কোরবা এলাকায় ঘটেছে এই ঘটনা৷ মৃত সেই তরুণের নাম সাওয়ন সাই৷
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, বিষয়টি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন সাভান সাই। ভারতের ছত্তিশগড় রাজ্যে এ ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতে ওই যুবকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানায়, গত ১ সেপ্টেম্বর রাজ্যের কোরবা জেলায় ধর্ষণের শিকার হয় সাভানের প্রেমিকা। মেয়েটির বয়স ১৭। ওই ধর্ষণের জের ধরেই সাভান আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার ঈশ্বর দাস (২২) ও খেম কানওয়ারকে (২১) নামে দুইজনকে আটক করে পুলিশ।
মেয়েটি পুলিশকে জানায়, গত ১ সেপ্টেম্বর সাওয়ানের সঙ্গে সে যখন স্কুলের কাছেই দাঁড়িয়েছিল তখনই সেই দুজন এসে প্রেমিকের সামনেই তাকে ধর্ষণ করে৷ পরের দিন সাওয়ন জানতে পারে অভিযুক্তেরা এই ঘটনার কথা নিজেরাই গ্রামের অনেককে বলেছে৷ এসব সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে সাওয়ন৷
কেআই