সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ৬, মেয়রসহ আহত ৫

সোমালিয়ার রাজধানীতে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও মোগাদিসুর মেয়র আহত হয়েছেন। মেয়রের দফতরে এ ঘটনা ঘটে। জাতিসংঘের এক দূতকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে আল-শাবাব জিহাদিরা দাবি করেছে।
মিশনের টুইটার একাউন্টে বলা হয়, জাতিসংঘের বিশেষ দূত জেমস সোয়ান মোগাদিসুর মেয়র আব্দিররাহহমা ওমর ওসমানের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন। বানাদির জেলার সদরদফতর ত্যাগ করার একেবারে আগ মুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়।
তথ্যমন্ত্রী মোহাম্মাদ আব্দি হায়ির মারিয়ি সাংবাদিকদের বলেন, বুধবার দুপুরের ওই সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন জেলা কমিশনার ও তিনজন পরিচালক রয়েছেন।
বিস্ফোরণে মেয়রসহ আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব জিহাদি গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, তারা সোয়ানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছিল।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানায়, কর্মকর্তাদের বৈঠক চলার সময় আত্মঘাতী এক বোমা হামলাকারী সভাকক্ষে ঢুকে পড়ে বোমার বিস্ফোরণ ঘটায়।
উপ মেয়র মোহাম্মাদ আব্দুলাহি তুলাহ সরকারি বেতার কেন্দ্র মুখদিসুকে বলেন, বিস্ফোরণে মেয়র আহত হয়েছেন এবং তাকে বর্তমানে চিকিৎসা দেয় হচ্ছে। এতে মোগাদিসু জেলার কয়েকজন কমিশনার আহত হন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাটি তদন্ত করে দেখছে।
এদিকে, এক বিবৃতিতে শাবাব জানিয়েছে, তারা অনেক শত্রুকে হত্যা করেছে।
মোগাদিসুতে প্রায় নিয়মিতভাবে শাবাব জঙ্গি গ্রুপের সদস্যরা হামলা চালায়। গ্রুপটি সোমালিয়া সরকারকে উৎখাতে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে।
মোগাদিসু নগরীতে সোমবার এক গাড়ি বোমা হামলায় ১৭ জন নিহত ২৪ জনের বেশি আহত হন।
নতুনসময়/এমএন