ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অ্যানিমেশন স্টুডিওতে আগুনে নিহত ৩০


১৯ জুলাই ২০১৯ ০৫:০৮

জাপানের কিওটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে লাগা আগুনে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার সময় তিনতলা ওই ভবনটিতে আগুন লেগে ছড়িয়ে পড়ে। ভবনের উপরের তলায় বেশি মানুষের মৃতদেহ পাওয়া যায়। তবে কর্তৃপক্ষ ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা ধরাণা করছেন আর ১০ জন নিহত হয়েছেন।

এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে নিহততের সংখ্যা ২৬ জন। তবে সিএনএন জানিয়েছে আগুনের ঘটনায় ২৩ জন মারা গেছেন।

নতুনসময়/এমএন