কাজের মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন নেতা

কাজের মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন ভারতের তৃণমূল এক নেতা। এ ঘটনায় ওই তৃণমূল নেতা ও অভিযুক্ত মহিলাকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের আউশগ্রামে বেলাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম জয়দীপ পাল। আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ফাইভ ম্যান কমিটির সদস্য তিনি। তার বাড়িতেই কাজ করতেন ওই মহিলা।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মহিলার স্বামী কাজে চলে যাওয়ার পর তার বাড়িতে যান ওই তৃণমূল নেতা। এর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসেন তার স্বামী। বাড়ি ফিরে ওই তৃণমূল নেতার সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখেন তিনি।
দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে তাদের ঘরের মধ্যে আটকে রাখেন ওই নারীর স্বামী। এরপরই এলাকার লোকজনকে ডেকে আনেন তিনি। তারাই অভিযুক্ত তৃণমূল নেতা ও ওই নারীকে গাছে বেঁধে রাখে।
নতুনসময়/এমএন