ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রুহানির হুমকি


১১ জুলাই ২০১৯ ১৮:৪১

ছবি সংগৃহিত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ার করেছেন, যুক্তরাজ্যকে ইরানের তেলের ট্যাংকার আটকে রাখার পরিণাম ভোগ করতে হবে। বুধবার তেহরানে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি ব্রিটেনের এ পদক্ষেপকে শিশুসুলভ, ঘৃণ্য ও অন্যায় আখ্যা দেন।

৪ জুলাই জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ মেরিন সেনারা ইরানের একটি সুপার তেল ট্যাংকার গ্রেস ওয়ানকে আটক করে। ব্রিটিশ সেনাদের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল। ট্যাংকার আটককে অবৈধ উল্লেখ করে ক্ষোভ জানায় ইরান। তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকেও তলব করে দেশটি।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘আমি ব্রিটিশদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে, আপনারা তাদেরই একজন। ভবিষ্যতে এর পরিণতি বুঝতে পারবেন।’