ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মোবাইলের পাওয়ার ব্যাংক বিস্ফোরণে প্লেনে আগুন, জরুরি অবতরণ


৬ জুলাই ২০১৯ ১৯:১২

যুক্তরাষ্ট্রের বোস্টনে ভার্জিন এয়ারলাইন্সের একটি প্লেনে আগুন লাগায় জরুরি অবতরণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে আসলে পথে কোনও এক যাত্রীর মোবাইলের ‘পাওয়ার ব্যাঙ্ক’ বিস্ফোরণের পর প্লেনের ভেতর আগুন লেগে যায়। ফলে পাইলট বোস্টনে জরুরি অবতরণ করতে বাধ্য হন।

বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল তা পরিদর্শন করে।

তারা বিমানের ভেতর থেকে একটি বিস্ফোরিত পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করে।

সেটি পরীক্ষার পর পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে বিমানটিতে আমরা মোবাইল ফোনের বিস্ফোরিত একটি এক্সটার্নাল পাওয়ার ব্যাঙ্ক পেয়েছি। সেটি বিস্ফোরিত হয়েই বিমানে আগুন লেগেছিল। ’

বিমানে থাকা ২১৭ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বোস্টন বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

নতুনসময়/এমএন