ক্যান্সার আক্রান্ত প্রেমিককে মৃত্যুর একদিন আগে বিয়ে করলেন প্রেমিকা!

মৃত্যু পথযাত্রী প্রেমিককে বিয়ে করে ভালোবাসার প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার এক তরুণী। বিদেশি এক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রেমিক নাভার অস্ট্রেলিয়ার এক জনপ্রিয় রাগবি খেলোয়াড়। ২২ বছর বয়সেই নাভার আক্রান্ত হন ব্রেন টিউমারে। নাভারের সঙ্গেই বহু সময় ধরে প্রেমে আবদ্ধ মাইয়া। প্রেমিক নাভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে খুবই ভেঙে পড়েছিলেন মাইয়া। তবে পরে নিজেকে সামলে নেন।
একেবারে শেষ পর্যায়ে গিয়ে নাভারের এই ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন নাভার বাঁচবে না বেশিদিন। তাই আর দেরি করেননি প্রেমিকা মাইয়া। মৃত্যুর ঠিক আগের দিনই বিয়ে করেন নাভারকে। সাদা গাউনে সেজে, বন্ধু-বান্ধব সহযোগে মাইয়া নাভারকে বিয়ে করেন রীতমতো সব নিয়ম মেনে। তবে এটাই ভাগ্য হয়তো! আর তাই তো বিয়ের ঠিক পরের দিন রাতেই মৃত্যু হয় নাভারের।
নতুনসময়/এমএন