ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ইসরায়েলকে আধাঘণ্টার মধ্যে ধ্বংস করা হবে: ইরান


২ জুলাই ২০১৯ ২৩:১৯

ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আধাঘণ্টার মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে।

সোমবার এ হুঁশিয়ারি বার্তা দেন মোজতবা জলনৌর। আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল টিকবে মাত্র আধাঘণ্টা।
বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে।

ইরানের ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর খবরের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।


নতুনসময়/এমএন