ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাশিয়া থেকে ২০০ কোটি টাকার মিসাইল কিনছে ভারত


১ জুলাই ২০১৯ ০৩:০৯

ফের রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি হলো ভারতের। জরুরি অবস্থায় ব্যবহারের জন্য রাশিয়া থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনতে চলেছে ভারত। এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টারে ব্যবহার করা হবে সেই মিসাইল।

ভারতীয় বিমান বাহিনীর বরাত দিয়ে কলকাতা ২৪ জানিয়েছে, Strumatka নামে ওই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। এমআই-৩৫ ও এমআই-২৫ দুই ধরনের হেলিকপ্টারেও এটি ব্যবহার করা সম্ভব। জরুরি ভিত্তিতে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে বলে জানা গেছে। যাতে মাত্র তিন মাসের মধ্যে ওই মিসাইল কিনে হেলিকপ্টারে মোতায়েন করা সম্ভব হয়।

এর আগেও এই একইভাবে স্পাইচি-২০০০ ও অন্যান্য বোমা ও মিসাইল কিনেছে ভারত। স্পাইচি-২০০০ বোমা কেনার জন্য ভারতের সঙ্গে চুক্তি হয় ইসরায়েলের। সেই অস্ত্রও তিন মাসের মধ্যে ভারতে আসবে বলে জানা গেছে।
শত্রুপক্ষের ট্যাঙ্কে যখন তখন আঘাত করতে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে ভারতের হাতে।

এবার রাশিয়ার সঙ্গে যে মিসাইল কেনার চুক্তি হয়েছে যা ২০০ কোটি টাকার। এর মাধ্যমে এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টার থেকে সহজেই শত্রুপক্ষকে টার্গেট করা যাবে। ভারতীয় বিমান বাহিনী দীর্ঘদিন ধরে রয়েছে এই এমআই-৩৫. তবে এবার এটির বদলে বিমান আনা হবে মার্কিন চপার এপাচি। জুলাই মাস থেকেই সেই চপার ভারতে আসতে শুরু করবে।

অনেক দিন ধরেই রাশিয়া থেকে মিসাইল আনতে চাইছে ভারত। তবে প্রায় এক দশক পর ভারত জরুরি ভিত্তিতে এই ধরনের চুক্তি স্বাক্ষর করল।


নতুনসময়/এমএন