সেনা অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গুলিবিদ্ধ

থিওপিয়ার সেনাবাহিনীর প্রধান সিয়ারে মেকননেন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।
উত্তরাঞ্চলীয় আমহারা রাজ্যে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে মেকননেন জীবিত আছেন কিনা, তা জানা যায়নি। খবর বিবিসির।
হিলিমারিম দেশলেগনের পদত্যাগের পর সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে।
তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।
রোববার সকালে সামরিক পোশাক পরা প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহিরদারে ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানে বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।
একদল ‘ভাড়াটে সেনা’ সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। আবি আরও জানান, আমহারায় কিছু কর্মকর্তা বৈঠক করার সময় ‘সহকর্মীদের’ গুলিতে নিহত হন।
পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি প্রধানমন্ত্রী। জেনারেল মেকননেন নিহত না আহত হয়েছেন, তা পরিষ্কার হয়নি।
নতুনসময়/এমএন