ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯


২৩ জুন ২০১৯ ০৪:৪৮

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হাওয়াই’র এক বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে।

এই বিমান দুর্ঘটনা সম্পর্কে হাওয়াই ‘র পরিবহন বিভাগ জানায়, দুই ইঞ্জিনের বিমানটি ডিলিনংহাম বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই এতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসের দমকল বিমাগের কর্মীরা। কিন্তু বিমানের নয় আরোহীর কাউকে বাঁচানো সম্ভব হয়নি। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মারা যান। নিহতদের মধ্যে তিনজন গ্রাহক ও বাকি ছয়জন বিমান পরিচালনাকারী সংস্থার কর্মী।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যয়নি। কারণ খুঁজে বের করতে ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে তদন্ত দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক মাইল দূরে থেকেও বিমান বিধ্বস্তের স্থানে ধোঁয়া উড়ছে। তবে বিমানটি উড্ডয়ন নাকি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে সেটি এখনো পরিষ্কার হওয়া যায়নি


নতুনসময়/এমএন