ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দিয়াশলাই কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩০


২২ জুন ২০১৯ ০৩:১৬

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা লংকাট রিজেন্সির বিনজাইয়ে এক দিয়াশলাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

লংকাট দুর্যোগ নিরসন সংস্থা (বিপিবিডি লংকাট) প্রধান ইরওয়ান সৈয়রি জানান, নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এখনো পর্যন্ত কোনো জীবিতের সন্ধান পাওয়া যায়নি। আগুনে নিহতদের শরীরের বেশির ভাগই পুড়ে গেছে। '

বুড়ি জুলকিফ্লি নামের স্থানীয় এক বাসিন্দা ‘জাকার্তা পোস্ট’কে বলেন, 'শুক্রবারের জুম্মার নামাজ আদায়ের জন্য কাছাকাছি একটি মসজিদে যাওয়ার সময় কারখানা থেকে আসা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই।'

বিপিবিডি সংস্থা মৃতদেহগুলো অপসারণের ওপর মনোযোগ দিচ্ছে। সংস্থাটি আগুনের কারণ তদন্ত করবে এবং কারখানার মালিকদের চিহ্নিত করবে। দুটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে রাখা হয়েছে যাতে প্রয়োজনের সময় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়।


নতুনসময়/এনএইচ