ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জাতীয় সমবায় দিবসে রূপগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


২৬ নভেম্বর ২০১৮ ০৫:০৯

৪৭তম জাতীয় সমবায় দিবস-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্যর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসারনাছিমা শাহিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক অফিসার ওমর ফারুক, যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, সূর্যতরুন বহুমুখি সমবায় সমিতির সভাপতি সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তাদের প্রতিপাদ্য বিষয় ছিল সমবায় ভিক্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি। এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৭০০ টি সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে রূপগঞ্জ উপজেলায় মোট ১৭০ টি সমবায় সমিতি রয়েছে। সমবায় সমিতির মাধ্যমে দেশের বেকারত্ব কমে এবং দেশে মাদক থেকে যুব সমাজ কে ধ্বংশের হাত থেকে রক্ষা করে। তাই সমবায় সমিতির বিকল্প নেই।

এমএ