ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


ঝিনাইদহের উত্তম পুলিশ ওসি মহসীন হোসেন


১৩ নভেম্বর ২০১৮ ২২:৩৬

অপরাধ দমন, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসহ নানাবিধ কাজে সফলতা অর্জন করায় ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন উত্তম পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় মহসীন হোসেনকে সম্মাননা প্রদাণ করা হয়। এসময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ওসি (অপারেশন) মহসীন হোসেন বলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের নির্দেশনায় ও সদর থানার ওসি এমদাদুল হক শেখের তত্বাবধানে চেষ্টা করেছি কিছু ভালো কাজ করার। তাদের এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে।

এমএ