ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


মাগুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা


১২ নভেম্বর ২০১৮ ০৩:১৩

মাগুরায় রোববার (১১ নভেম্বর) শিশু ও চক্ষু হাসপাতাল চত্ত্বরে প্রায় তিন হাজার রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়। ন্যাশনাল আই কেয়ারের সহযোগীতায় আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন এ আয়োজন করে।

এছাড়া ছানি রোগীদের উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হয়।

জেলা প্রশাসক মো. আলী আকবর প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, সিভিল সার্জন ডাক্তার মুন্সী ছাদুল্লাহ প্রমুখ।

এমএ