মাগুরায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষকদের আনন্দ র্যালি

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাক অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি বের করেছে স্বধীনতা শিক্ষক পরিষদ মাগুরা জেলা শাখা। ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য এ আনন্দ র্যালিটি বের করা হয়।
রোববার (১১ নভেম্বর) বেলা ১২টায় শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতি ফলক প্রাঙ্গন থেকে র্যলিটি বের হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সরদার মাজেদুল হক ঝন্টুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক কর্মচারিবৃন্দ।
এমএ