ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মাগুরায় শারীরিক প্রতিবন্ধী বাবুলের সংবর্ধনা


৬ নভেম্বর ২০১৮ ২১:৩৮

এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাশরুম চাষে ব্যাপক সাফল্য ও যুব কর্মসংস্থান করে জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ও জাতীয় যুব পদ পেয়েছেন মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের শারিরিক প্রতিবন্ধী বাবুল আক্তার।

এ উপলক্ষে সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী ও তার প্রতিষ্ঠান ড্রিম মাশরুম সেন্টারের কর্মচারিরা।

সদর উপজেলার মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই সর্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবর। বক্তব্য রাখেন বাবুল আক্তার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলমসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন- অদ্যম ইচ্ছাশক্তি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে মাত্র ১২ বছরে ১শ টাকা পূজি থেকে কোটি টাকার ব্যবসার মালিক হয়েছেন ২৯ বছর বয়সী বাবুল আক্তার। অন্তত ৫শ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি। তাকে অনুসরণ করে যুবকদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন স্থানীয় শিল্পীরা।

এমএ