ঈদ এর রাতের একদল যুবকের তাণ্ডব

গাইবান্ধা জেলার সাঘাটা থানার ১নং পদুমশহর ইউনিয়ন এর কিছু যুবক ছেলে মানব সেতু নামক সংগঠন প্রতিষ্ঠা করে ২০২০ সালে। তাদের উদ্দেশ্য সবাই মিলে হাসি। তারই ধারাবাহিকতায় প্রতি ঈদ এর সময় ১০০ থেকে ২০০ পরিবার কে খাবার বিতরন করে। প্রতি পরিবার কে তাড়া ৮০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি, লুডুচ ১ প্যাকেট, তেল ৫০০গ্রাম, সবান ১ পিচ মোটামুটি ৩০০-৩৫০ টাকা করে বাজেট দেয়। এবং প্রতিবন্ধী দের ১০০০ হাজার টাকা দিয়ে থাকেন। তাদের এই মহত্ত্ব কাজ দেখে এলাকাবাসি খুবই খুশি। মানব সেতু পরিচালক সদস্য রা বলেন তাড়া তাদের কার্যক্রম সারা বাংলাদেশ এ চালাতে চায়।
(প্রতিষ্ঠাতা) এবং (পরিচালক) শিহাব মোল্লা,নাহিদ,শিহাব,আপন,আলী,মামুন,শান্ত,রনি প্রমুখ।
তারা রাত ১২ টার সময় দরিদ্র পরিবার আর বাড়ির দরজায় দিয়ে রেখে আসেন তাদেন ঈদ সামগ্রী। যারা ঈদ সামগ্রী পান তারা নিজেরাও জানেন না কিভাবে আসলো তাদের এই ঈদ সামগ্রী ।
মানব সেতুর সদস্যগণ জানান হয়তো ভবিষ্যতে তারা জানতেও পারবে না কিভাবে তারা এই ঈদ সামগ্রী পেলেন।