রিহ্যাবের উদ্যোগে এতিম অসহায় হতদরিদ্রদের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান

অদ্য ১৮ এপ্রিল ২০২৩ রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে রিহ্যাব সবিচালয় প্রাঁঙ্গনে বিভিন্ন মসজিদ, এতিমখানা এবং প্রায় এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। একই সাথে এতিম, হতদরিদ্র ও গরীব মানুষের জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম (ইসলাম), রিহ্যাব পরিচালক ডাঃ এ এফ এম কামাল উদ্দিন, রোটারিয়ান এসএম এমদাদ হোসেন, মোঃ সুলতান মাহমুদ, কামরুল ইসলাম এবং মাসুদ মনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এই সময় রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“ইফতারির আয়োজন না করে সেই টাকা দুঃস্থ ও অসহায় মানুষদের দান করে দিতে সবার প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবছর ইফতারির আয়োজন না করে সেই অর্থ বিভিন্ন মসজিদ, এতিমখানা, হতদরিদ্র ও গরীব মানুষের মাঝে বিতরণ করে রিহ্যাব। মসজিদ ও এতিমখানায় ৫০ হাজার থেকে ১ লক্ষ করে টাকা বিতরণ করা হয়।
ঈদের শুভেচ্ছা প্রদান স্বরূপ এক হাজার দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল ২ কেজি, ১ লিটার তেল, সেমাই ১কেজি, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ প্যাকেট গুড়া দুধ, আলু পেয়াজ এবং লবন।